
পাংশায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
পাংশা প্রতিনিধি ॥
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ কৃষক কুদ্দুস মন্ডল (৫০) এর লাশ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হাবাসপুর এলাকার চর আফরা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত কৃষক হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ছানার মোড় এলাকার মো. উজির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে আব্দুল কুদ্দুস মন্ডলসহ ১০-১২ জন কৃষক একটি ছোট নৌকায় চেপে পদ্মার চরে কৃষি ক্ষেতে কাজে যাচ্ছিল। নদী পার হবার সময় স্রোতের তোরে এবং ঢেউয়ের ধাক্কায় নৌকাটি হঠাৎ ডুবে যায়। সে সময় স্থানীয়দের সহায়তায় কুদ্দুস মন্ডল বাদে বাকি সবাই সাঁতরিয়ে পাড়ে আসলেও কুদ্দুস মন্ডল ডুবে গিয়ে নিখোজ হয়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিন ব্যপী নিখোঁজ কৃষককে উদ্ধারের চেষ্টা করে।
পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রয়েন আহম্মেদ বলেন, অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে না পেরে রাতে ফিরে আসি। মঙ্গলবার সকাল থেকে আবারো পদ্মা নদীর বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। দুপুর সাড়ে ১২ টার দিকে যেখানে নৌকা ডুবেছিল তার থেকে ৩-৪ কিলোমিটার দূরে চর আফরা এলাকা থেকে ওই নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা