
ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু
সময় ডেস্ক
ফরিদপুর-রাজবাড়ীর বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে তিন দিন বন্ধ থাকার পর বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলার বাস-মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
এর আগে, গত বুধবার সকাল ৬টা থেকে এই দুই পথে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন এ পথে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা।
জানা যায়, রাজবাড়ী ও ফরিদপুর শহর থেকে প্রতিদিন সকাল ৬টায় রাজবাড়ী ও ফরিদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। প্রতি ১০ মিনিট পরপর একটি করে বাস ছেড়ে যায়। রাত ৮টা পর্যন্ত এই রুটে বাস চলে। অপরদিকে ফরিদপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত বাস চলাচল করত ৩০ মিনিট পর পর।
শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তা মোড় থেকে রাজবাড়ীর মালিকদের বাসগুলি আবার রাজবাড়ির দিকে ফিরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে রাজবাড়ী থেকে ফরিদপুরের মালিকানাধীন বাসগুলোও ফিরিয়ে দেওয়া হয়। পরে দুই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, গত মঙ্গলবার বিকালে ফরিদপুর থেকে রাজবাড়ীর একটি বাস ফিরিয়ে দেয় সেখানকার বাস মালিক সমিতি। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনদিন বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। তবে ফরিদপুরের বাস মালিক গ্রুপের সঙ্গে আমাদের যে দ্বন্দ্ব ছিল তা এখনো সমাধান হয়নি। খুব শীঘ্রই তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে।