
ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলা সুনাম বহুগুনে বাড়িয়েছেন যাঁরা তাদের মধ্যে বরেণ্য বাউল গানের শিল্প কাঙ্গালি সুফিয়া একজন। আজ সেই মানুষকে সম্মানের সঙ্গে স্বরণীয় রাখতে। মাননীয় জেলা প্রশাসক জনাব আবুল কায়সার খান মহোদয়ের সভাপতিত্বে কাঙ্গালি সুফিয়া একাডেমির উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস -চেয়ারম্যান, উপজেলা পরিষদ রাজবাড়ি, সদর। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকদ্বয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় (ভারপ্রাপ্ত), উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, জেলা কালচারাল অফিসার, ইউনিয়নের বর্তমান এবং সাবেক চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। উপস্থিত সকলে কাঙ্গালি সুফিয়ার জীবনী ও কর্মময় জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন।