রাজবাড়ী ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার  রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালপুর ইউনিয়ন বিএনপির  জনসভা  গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আরিফ গ্রেপ্তার অগ্নিযুগের বিপ্লবী কমরেড আশুভরদ্বাজ  লাল সালাম বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার অভিযান ৩ প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম গ্রেফতার রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী  কমরেড নেতা আশুভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত রাজবাড়ী বালিয়াকান্দিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ. লীগের ১০ নেতা কারাগারে

রাজবাড়ীতে ৫ দিনের ব্যবধানে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে গত ১৯ আগস্ট থেকে ২৪ তারিখের মধ্যে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে একজন ডেকোরেটর ব্যবসায়ী, কালুখালীতে প্রতিবন্ধী যুবক, পাংশায় গৃহবধূ, বালিয়াকান্দিতে এক গৃহবধূ, একজন বৃদ্ধ ও একজন বৃদ্ধা রয়েছেন। এসব মৃত্যুর মধ্যে দুটি ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্র জানায়, গত ১৯ আগস্ট শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রেল স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ। একই দিন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া মল্লিকপাড়া গ্রামে টয়লেটের সেফটি ট্যাংক থেকে মিনু বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গত ২০ আগস্ট পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদহ খামারডাঙ্গি গ্রামে বাড়ির উঠান থেকে প্রবাসীর স্ত্রী রুনা খাতুনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পাংশা থানার পুলিশ। গত ২১ আগস্ট রাতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কানাডা বাজারে কৃষ্ণপদ ভৌমিক নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়। কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার হয় গত ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে। একই দিন সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের একটি পুকুর থেকে ৬৫ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, এসব ঘটনার দুটি রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। পাংশায় গৃহবধূ রুনা খাতুনকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়। এর সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াকান্দির গৃহবধূ মিনু বেগমকে যৌতুকের কারণে হত্যা করা হয়। হত্যায় জড়িত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। কালুখালীতে প্রতিবন্ধী যুবকের বিষয়টি তদন্ত চলমান। রাজবাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী কৃষ্ণপদ ভৌমিকের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সদর থানার পুলিশ। এছাড়া বালিয়াকান্দির বৃদ্ধার মৃত্যু পানিতে ডুবে এবং রেলস্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃতু্যৃ স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, যে ঘটনাগুলো ঘটেছে তা পারিবারিক কারণে। এটাকে সামাজিক অস্থিরতা বলা যায়না। এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে। এটা শুধু রাজবাড়ী নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটে থাকে। পরপর কয়েকটি ঘটনা হয়তো ঘটেছে। এটা কাকতালীয়। আবার দেখা যাবে লম্বা সময়ে এ ধরনের ঘটনা ঘটছে না। এর সাথে অস্থিরতা বা অন্যান্য বিষয়গুলোকে মেলাতে চাইনা। কালুখালীতে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধারের প্রসঙ্গে বলেন, আমরা একটা পর্যায়ে পৌছে গেছি। এব্যাপারে কেউ অভিযোগ না করলেও আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে বিষয়টির তদন্ত করেছি।

এসব প্রতিরোধের বিষয়ে বলেন, বিট পুলিশিং মিটিংগুলোতে চেষ্টা করি সচেতনতা বাড়ানোর। পারিবারিক সহিংসতা, প্রতারণা, আত্মহত্যা প্রবণতা বিষয়ে মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করি। পরিস্থিতি বিবেচনায় কাজগুলো পুরোদমে করতে পারছি না। তবে পরিকল্পনা করেছি, আমাদের যতগুলো বিট আছে প্রতিটি বিটে মাসে একটা করে মিটিং করব।

Tag :

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ৫ দিনের ব্যবধানে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত : ১০:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে গত ১৯ আগস্ট থেকে ২৪ তারিখের মধ্যে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে একজন ডেকোরেটর ব্যবসায়ী, কালুখালীতে প্রতিবন্ধী যুবক, পাংশায় গৃহবধূ, বালিয়াকান্দিতে এক গৃহবধূ, একজন বৃদ্ধ ও একজন বৃদ্ধা রয়েছেন। এসব মৃত্যুর মধ্যে দুটি ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্র জানায়, গত ১৯ আগস্ট শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রেল স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ। একই দিন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া মল্লিকপাড়া গ্রামে টয়লেটের সেফটি ট্যাংক থেকে মিনু বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গত ২০ আগস্ট পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদহ খামারডাঙ্গি গ্রামে বাড়ির উঠান থেকে প্রবাসীর স্ত্রী রুনা খাতুনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পাংশা থানার পুলিশ। গত ২১ আগস্ট রাতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কানাডা বাজারে কৃষ্ণপদ ভৌমিক নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়। কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার হয় গত ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে। একই দিন সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের একটি পুকুর থেকে ৬৫ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, এসব ঘটনার দুটি রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। পাংশায় গৃহবধূ রুনা খাতুনকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়। এর সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াকান্দির গৃহবধূ মিনু বেগমকে যৌতুকের কারণে হত্যা করা হয়। হত্যায় জড়িত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। কালুখালীতে প্রতিবন্ধী যুবকের বিষয়টি তদন্ত চলমান। রাজবাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী কৃষ্ণপদ ভৌমিকের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সদর থানার পুলিশ। এছাড়া বালিয়াকান্দির বৃদ্ধার মৃত্যু পানিতে ডুবে এবং রেলস্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃতু্যৃ স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, যে ঘটনাগুলো ঘটেছে তা পারিবারিক কারণে। এটাকে সামাজিক অস্থিরতা বলা যায়না। এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে। এটা শুধু রাজবাড়ী নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটে থাকে। পরপর কয়েকটি ঘটনা হয়তো ঘটেছে। এটা কাকতালীয়। আবার দেখা যাবে লম্বা সময়ে এ ধরনের ঘটনা ঘটছে না। এর সাথে অস্থিরতা বা অন্যান্য বিষয়গুলোকে মেলাতে চাইনা। কালুখালীতে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধারের প্রসঙ্গে বলেন, আমরা একটা পর্যায়ে পৌছে গেছি। এব্যাপারে কেউ অভিযোগ না করলেও আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে বিষয়টির তদন্ত করেছি।

এসব প্রতিরোধের বিষয়ে বলেন, বিট পুলিশিং মিটিংগুলোতে চেষ্টা করি সচেতনতা বাড়ানোর। পারিবারিক সহিংসতা, প্রতারণা, আত্মহত্যা প্রবণতা বিষয়ে মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করি। পরিস্থিতি বিবেচনায় কাজগুলো পুরোদমে করতে পারছি না। তবে পরিকল্পনা করেছি, আমাদের যতগুলো বিট আছে প্রতিটি বিটে মাসে একটা করে মিটিং করব।