
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশে কর্মরত সকল সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির এক সপ্তাহ মেয়াদী অন দ্য জব ট্রেনিং চালু করার নির্দেশনার প্রেক্ষিতে রাজবাড়ী জেলায় “দক্ষতা উন্নয়ন কোর্স” এর কার্যক্রম শুরু হয়।
শনিবার পুলিশ লাইন্স ড্রিলশেডে ১ সপ্তাহ মেয়াদী কনস্টেবল এবং নায়েক’দের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১২তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
এসময় পুলিশ সুপার প্রশিক্ষণের মাধ্যমে লব্ধজ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনমনে পুলিশের প্রতি আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।