
রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশার কয়েল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি :
ডেঙ্গু ও মশা প্রতিরোধে
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব এর উদ্যোগে মশার কয়েল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) বিকেলে রাজবাড়ী ১ আসনের ৫ শতাধিক পরিবারের মাঝে এক প্যাকেট করে মশার কয়েল বিতরণ করা হয়।
জেলা জাতীয় পার্টি কার্যালয়ে মশার কয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কবির, সাধারন সম্পাদক মোঃ মোকছেদুর রহমান খান মমিন,
সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলি বাবু,
যুগ্ন আইন বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন, ধর্মীয় বিষয়ক সম্পাদক লূৎফর রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি আসাদ্দুজামান চাদ।
পরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা,সদর হাসপাতাল,বস্তি এলাকা সহ ছিন্নমূল অসহায় দরিদ্রদের মাঝে ৫ শতাধিক প্যাকেট মশার কয়েল বিতরন করা হয়।
মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব বলেন, ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে আমাদের কে সচেতন হতে হবে।ডেঙ্গু ও মশা প্রতিরোধে আমার ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ৫শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের মশার কয়েল বিতরণ করেছি। পাশাপাশি জন সচেতনতা বাড়াতে লিপলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে আমাদের নানাবিধ কল্যাণমূলক কাজ চলমান থাকবে।
বার্তা প্রেরক : কাজী তানভীর মাহমুদ/রাজবাড়ী প্রতিনিধি