
বালিয়াকান্দিতে ঝরে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে ঝড়েপরা শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১১ টায় বালিয়াকান্দি দারিদ্র্য মোচন প্রচেষ্টা সংস্থার সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট সেন্টার (এনডিসির) উদ্যোগে এ শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোক র্যালী ও আলোচনা সভার বাস্তবায়নে ছিলেন দারিদ্র্য মোচন সংস্থা (ডিএমপি), রাজবাড়ী।
বালিয়াকান্দি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহযোগিতায় ৭০টি শিখন কেন্দ্রে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রতিটি কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে শোকাবহ ১৫ আগষ্টের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
এসময় এনডিসির সুপারভাইজার হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সুপারভাইজার সুমন দাস, শহিদুল ইসলাম আক্কাচ, শিক্ষিকা রোজিনা খাতুন, সাবিনা বেগম, সালমা বেগমসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।