
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড তাজা গুলিসহ সোমবার দুপুরে এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ বাপ্পি (৩২)। সে রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেন ডাঙ্গা তত্ত্বীপুর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সোমবার দুপুর ১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে হাইওয়ে রাস্তার উপর স্হাপিত চেকপোষ্টে তল্লাশী জোরদার করে। এ সময় দৌলতদিয়া ঘাটগামী একটি মাহেন্দ্র টেম্পু গাড়ীতে যাত্রীবেশে আসা বাপ্পীকে পুলিশ আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি অবৈধ বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া চেকপোষ্টে ফেনসিডিল, ইয়াবা ও হুইস্কিসহ অপর ৫ জন মাদক ব্যাবসায়ীকেও গ্রেফতার করা হয়।