রাজবাড়ী ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিধান কুমার বিশ্বাস: কবিতা: চাষী

চাষী

বিধান কুমার বিশ্বাস

ওরে ও ভাই মাঠের চাষী
হাপাচ্ছিস তুই রাশি রাশি
একটু জিরিয়ে যা
ও ভাই একটু জিরিয়ে যা।

দেখছিস না ভাই মরবি নাকি?
দুপুরের দগ্ধ রোদ্রে,
হাপাচ্ছিস তুই রাশি রাশি
ওরে ও ভাই চাষী, একটু জিরিয়ে যা।

চৈত্রের এই দুপুর রোদ্রে
সব শুকিয়ে হচ্ছে খড়
তোর মনে কী লাগছে না ডর!
ওরে ও ভাই চাষি।

মনে হয় যেন মরিতে তুই
গৃহের বন্ধন ছিন্ন করে
এসেছি, তুই ভরদুপুরের দগ্ধ রদ্রে!
ওরে ও ভাই চাষি।

এত ক্ষুদা কিসের রে তোর?
নাই কি ঘরে একটু অন্য!
সকাল-সন্ধ্যে কাজে তুই,
কেন; করিস না নি’জ ধন্য।

সহস্র ঘামের বিন্দু বিন্দু জল
তোর মুখমণ্ডলে করছে টলমল
যেন মেঘের আড়ালে সুর্য করছে হাসি,
ওরে ও ভাই চাষি।

ও ভাই চাষি, এবার একটু আসি
তোর ওই মায়ার ছায়াতলে,
যাদের অন্যে জুগাইতে রে তুই দেহের সকল সম্বল খোয়াইয়েছিস মাঠের পৃষ্ঠ দেশে।

ওরে ও ভাই চাষী তুইতো নস একা
বাংলার সবাই তোর সাথী
তোরে ভালোবাসি রে ভাই
তোরে ভালোবাসি, ওরে ও ভাই চাষি

Tag :

বিধান কুমার বিশ্বাস: কবিতা: চাষী

প্রকাশিত : ০৮:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

চাষী

বিধান কুমার বিশ্বাস

ওরে ও ভাই মাঠের চাষী
হাপাচ্ছিস তুই রাশি রাশি
একটু জিরিয়ে যা
ও ভাই একটু জিরিয়ে যা।

দেখছিস না ভাই মরবি নাকি?
দুপুরের দগ্ধ রোদ্রে,
হাপাচ্ছিস তুই রাশি রাশি
ওরে ও ভাই চাষী, একটু জিরিয়ে যা।

চৈত্রের এই দুপুর রোদ্রে
সব শুকিয়ে হচ্ছে খড়
তোর মনে কী লাগছে না ডর!
ওরে ও ভাই চাষি।

মনে হয় যেন মরিতে তুই
গৃহের বন্ধন ছিন্ন করে
এসেছি, তুই ভরদুপুরের দগ্ধ রদ্রে!
ওরে ও ভাই চাষি।

এত ক্ষুদা কিসের রে তোর?
নাই কি ঘরে একটু অন্য!
সকাল-সন্ধ্যে কাজে তুই,
কেন; করিস না নি’জ ধন্য।

সহস্র ঘামের বিন্দু বিন্দু জল
তোর মুখমণ্ডলে করছে টলমল
যেন মেঘের আড়ালে সুর্য করছে হাসি,
ওরে ও ভাই চাষি।

ও ভাই চাষি, এবার একটু আসি
তোর ওই মায়ার ছায়াতলে,
যাদের অন্যে জুগাইতে রে তুই দেহের সকল সম্বল খোয়াইয়েছিস মাঠের পৃষ্ঠ দেশে।

ওরে ও ভাই চাষী তুইতো নস একা
বাংলার সবাই তোর সাথী
তোরে ভালোবাসি রে ভাই
তোরে ভালোবাসি, ওরে ও ভাই চাষি