
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে অন্তসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী ।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে মৃত ব্যাক্তির স্বামী স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষ বলেন, তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রবিবার তার শরীর খারাপ হলে রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে তার শরীরে ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এ অবস্থায় বাড়িতেই তার চিকিৎসা চলছিলো। তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার বিকালে তার অবস্থা আরও খারাপ হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসম্পর্কে রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৯) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একই রোগে মৃত্যু বরণ করেন।