
বালিয়াকান্দিতে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩
রিয়াদ হোসেন রুবেলঃ বালিয়াকান্দি প্রতিনিধি
নিরাপদ মাছে ভরবো দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম,সহকারি কমিশনার ভূমি,হাসিবুল হাসান,বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আঃ মান্নাপ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম,নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা মৎস্য চাষি প্রমূখ।