
সদর উপজেলা নিবাহী অফিসার মার্জিয়া সুলতানা কে বিদায়ী সংবর্ধনা জানালো বাপসা
রাজবাড়ী প্রতিনিধি :
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) রাজবাড়ী সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলা নিবাহী অফিসার মার্জিয়া সুলতানা কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সদর উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা তার ১ বছর ৮ মাস সময় থাকাকালীন ইউপি সচিবদের সহযোগীতার জন্য সকল কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা, মিজানপুর ইউপি সচিব সৈয়দ মেহেদী মাসুদ, বসন্তপুর ইউপি সচিব আব্দুস সাত্তার মোল্লা, দাদশী ইউপি সচিব গোলাম মোস্তফা, রামকান্তপুর ইউপি সচিব শংকর সরকার, পাচুরিয়া ইউপি সচিব আতিকুর রহমান লিটন, মূলঘর ইউপি সচিব মোমেন মোল্লা, সুলতানপুর ইউপি সচিব জহির উদ্দিন সহ অন্যানরা।