
দৌলতদিয়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার -২
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ৬০ পুড়িয়া হেরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ ১ নারী ও ১ পুরুষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, ৬ গ্রাম (৬০ পুড়িয়া) হেরোইনসহ নারী মাদকবিক্রেতা উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা (সালমা বাড়ীওয়ালীর ভাড়টিয়া) তমেজ মিয়ায় মেয়ে রোকেয়া বেগম (৪৬) ও ৪০০ পিস ইয়াবাসহ সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার পাঁচ ঠাকুরি এলাকার আব্দুল সালাম এর ছেলে রাসেল আহম্মেদ (২০)।
থানা পুলিশ জানায়, সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৬ গ্রাম হেরোইন (৬০ পুড়িয়া) সহ হাতেনাতে নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এর উপর চেকপোষ্ট বসিয়ে বাসের যাত্রীবেশী ৪০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও মাদক বিক্রিত ২ হাজার টাকাসহ পুরুষ মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদেরকে মঙ্গলবারে আদালতে প্রেরণ করা হয়।