
শেখ মমিন:
রাজবাড়ীর দৌলতদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই চোর কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় টিউবওয়েল চুরি মামলায় দুই চোর কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার মৃত সেন্টু শেখের ছেলে মোঃ রবি শেখ (৩১) ও মজিদ শেখের পাড়া এলাকার মৃত আকের আলী সরদারের ছেলে ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দবির উদ্দিন সরদার (৪৫)।
এব্যাপারে দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সিনিয়র সহ-সভাপতি- জীবণ শেখ বলেন, চুরি মামলায় দবির উদ্দিন সরদার কে পুলিশ গ্রেফতার করেছে। আমরা আগামী বাজার পরিষদের মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্হা গ্রহণ করবো। এবং দ্রুতই দবিরকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, চুরি যাওয়া টিউবওয়েলসহ চোরদের গ্রেফতার করা হয়েছে। এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।