
পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল
স্টাফ রিপোর্টার :
প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। তাই মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ঢল দেখা গেছে।
এছাড়া আরিচা-কাজিরহাট রুটেও ফেরি ও লঞ্চে কানায় কানায় পূর্ণ হয়ে ঘরমুখো মানুষ পার হচ্ছেন। তবে ভোগান্তি না থাকায় স্বস্তিতে পারাপারের কথা জানান যাত্রীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ঘরমুখো যাত্রীরা জানান, যানজট ও ভোগান্তি না থাকায় স্বস্তিতে লঞ্চ ও ফেরি পার হচ্ছেন তারা।
সালাম মিয়া স্ত্রী সন্তান ও মাকে নিয়ে গ্রামে যাচ্ছেন ঈদ করতে। তিনি বলেন, অনেকদিন পর ঈদে বাড়ি যাচ্ছি ভোগান্তি ছাড়াই; তাই এতে নেই কোনো ক্লান্তি।
শরিফ হোসেন ট্রাক নিয়ে ঢাকা রাজবাড়ী থেকে নিজের পোষা কোরবানির গরু নিয়ে গিয়েছিলেন। গাবতলীতে বিক্রি করে সঠিক সময়ে বাড়ি ফিরছেন; তিনি জানান, এবারের রুটে চলাচলের ব্যবস্থা খুব ভালো।
বিআইডব্লিউটিএর টিআইবি মো. মোফাজ্জল হোসেন জানান, লঞ্চে যেন অতিরিক্ত কোনো যাত্রী না বহন করতে পারে সেটা আমরা নজর রাখছি। এ ছাড়া নদীতে স্রোত বাড়ছে।
ঈদে নৌরুটে ২৭টি ফেরি, ৩১ লঞ্চ ও ৩৯টি স্পিডবোট চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।