
পদ্মার ২৯ কেজি ওজনের বাগাড় ৩৫ হাজারে বিক্রি
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাগাইড় মাছ । স্থানীয় ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বাগাইড় মাছটি ৩৫ হাজার টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করে দিবেন।
স্থানীয় কয়েকজন জেলে জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে লালু মন্ডল পাড়া এলাকায় পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ৭টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় এক বাগাইড় মাছ ধরা পড়েছে। তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট বাজার রওশন মোল্লার আড়ত ঘরে। এ সময় প্রকাশ্য নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বাগাইড়টি কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের সত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে ছুটে যান। এ সময় রওশন মোল্লার আড়ত ঘরে বড় একটি বাগাইড় মাছ দেখতে পান। বাগাইড়টি ওজন প্রায় ২৯ কেজি। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন।
শাহজাহান শেখ আরো বলেন, বাগাইড় মাছটি কিনে তিনি তার প্রতিষ্ঠানের কাছে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখেছেন। বিক্রির জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ হলেই তিনি বিক্রি করে দিবেন।