
গোয়ালন্দে এক গাভীর
দুইটি বাচ্ছা প্রসব।। দিনে দুধ দিচ্ছে ১০/১২ লিটার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে এক কৃষকের একটি গাভী এক সঙ্গে দুইটি বাচ্চা প্রসব করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়ার কৃষক আব্দুস ছালামের বাড়ীতে শনিবার (৩ জুন) সকালে তার লাল রঙের ওই গাভীটি বাচ্চা দুটির জন্ম দেয়। এদের মধ্যে একটি বকনা ও একটি ষাঁড় বাছুর। এতে ওই কৃষক পরিবারে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়।
সরেজমিন শনিবার বিকেলে ওই কৃষকের বাড়িতে গিয়ে দেখা যায়, কৃষক ছালামের পরিবারের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। পরিবারের সকলেই যে যার মতো গাভি ও দুই বাচ্চার প্রতি বিশেষ যত্ন নিচ্ছে।
এ সময় প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব বলেন, একগাভীর একসাথে দুইটি বাছুরের জন্ম দেয়া এই প্রথম দেখলাম।
কৃষক আব্দুস ছালাম বলেন, আমি দীর্ঘদিন ধরে কৃষি কাজের পাশাপাশি গাভী পালন করে থাকি। একজন ছোট খামারী হিসেবে উপজেলা প্রাণী সম্পদ অফিসে আমার পরিচিতিও আছে। হাসপাতালের ডাক্তার নুরুল ইসলাম তালুকদার ও প্রদ্বীপ কুমার আমার গাভীগুলো মাঝে মাঝে এসে দেখে যান। বর্তমানে আমার আরোও চারটি গাভী রয়েছে। তবে একই সাথে দুটি বাছুর প্রসবের ঘটনা এই প্রথম ঘটল।
তিনি আরো জানান, গাভীটি এ নিয়ে ৪র্থ বার বাচ্চা প্রসব করলো। এই গাভীটিও আমার বাড়িতে জন্ম নিয়েছিল। গাভিটি প্রতিদিন প্রায় ১০/১২ লিটার করে দুধ দেয়। সুযোগ পেলে আমার খামারটি আরো বড় করার চিন্তা ভাবনা আছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম তালুকদার বলেন, কোন গাভী গরম হলে প্রজনন প্রক্রিয়ার সময় একই সঙ্গে একাধিক ডিম্বানু গাভীর ওভারীতে প্রবেশ করলে একাধিক বাচ্চা জন্ম নিতে পারে। তবে ইহা প্রাকৃতিক ভাবে ঘটে থাকে। এতে কারো হাত নেই।