
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ মে) ভোর ৬টা থেকে সকাল ১১ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশ পুরের দরিদ্র কৃষক আঃ রহমান শেখের ৩ বিঘা জমির ধান কেটে দেন তারা।
ধানকাটা কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন মন্ডল, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুব্বাদ শেখ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নুরাল মোল্লা,ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক আকাশ সরদার চুন্নুসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দরিদ্র কৃষক আব্দুর রহমান জানান, নেতাকর্মীরা জমির ধান কেটে বেশ উপকার করেছেন। প্রখর রোদ ও শ্রমিক না পাওয়ায় আমার ধান কাটায় সমস্যা হচ্ছিল। আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক হিরুসহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমরা দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। কৃষকের ধান কেটে দিতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।