
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ারন্দের দৌলতদিয়া কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্পের এসএমসি কমিটির ৯ দিন ব্যাপী মতবিনিময় সভার সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দৌলতদিয়া কেকেএস কনফারেন্স রুমে, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কর্মজীর্বী কল্যাণ সংস্থা কেকেএস ক্যাচ আপ ক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মজীবী কল্যাণ সংস্থা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করনে দীর্ঘদিন ধরে কাজ করছে। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকার কারণে , শিশুরা শিক্ষায় পিছিয়ে পড়ায় গোয়ালন্দ উপজেলায় ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় ৫৪ টি ক্যাচ আপ ক্লাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের বাংলা পড়ায় সহায়তা দিয়ে স্ব-নির্ভর পড়ুয়া তৈরীর কাজ করছে।
উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় গত ৮ মে থেকে ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত, কেকেএস কন্ফারেন্স রুমে পর্যায়ক্রমে ৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির ৩৭৪ জন সদস্যদের সাথে ক্যাচ আপ ক্লাব প্রকল্পের অগ্রগতি পর্যলোচনা এবং স্থানীয় উদ্যোগে সিইউসি পরিচালনা বিষয়ে ১ দিন ব্যাপি মতবিনিময় এবং এসএমসি পরিচালনা বিষয়ে ৯ দিন ব্যাপী এ সভার আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রম শেষে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, ডেপুটি ম্যানেজার (শিক্ষা) ফিরোজা খাতুন, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন, সহকারি প্রজেক্ট অফিসার সিইউসি মো. সামসুল হক, মিল অফিসার সিইউসি মো. আলমগীর হোসেনসহ এসএমসি কমিটির সদস্যবৃন্দ।
দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সেভ দ্য চিলড্রেন সংস্থার টেকনিক্যাল স্পেশালিস্ট ওহিয়ার রহমান ও মো. জাফর হোসেন।