
রাজবাড়ী -প্রতিনিধি।।
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো কোনো কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায়, এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য।
মোবাইল ফোন ফেরত পেয়ে মো. সাগর মণ্ডল বলেন, ২০২২ সালে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপর আমি থানায় জিডি করি। পরে জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে করে জানায়। হারানো মোবাইল আজ ফিরে পেয়ে আমি অনেক খুশি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের সদস্যরা।