
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা অবিলম্বে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার ও শাস্তির দাবি করেন। সেইসাথে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হুমকি দানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভায় নেতৃত্ত্ব দেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস হোসেন মোল্লা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির একটি সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেয়। এ ঘটনায় পুঠিয়া থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। ঘটনার পর হতে তিনি পলাতক রয়েছেন।