
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস ২০২০ সালের পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন শাকিল হোসেন নামে এক যুবক। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শাকিল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের সোহরাব মণ্ডলের ছেলে। শাকিল পাংশা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল।
জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস ২০২০ পরীক্ষায় মূল পরীক্ষার্থী সজীব সজীব খান। সজীব শাকিলের বন্ধু। সরকারি চাকরি করে সজিব ছুটি না পাওয়ায় পরীক্ষা দিতে আসতে পারেনি। তার জায়গায় পরীক্ষা দিতে কেন্দ্রে যান শাকিল হোসেন। এসময় কেন্দ্র পরীক্ষকদের বিষয়টি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। এসময় শিক্ষকদের কাছে শাকিল তার বন্ধু সজীব হোসেনের হয়ে পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন।
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল জানান, উপস্থিত সাক্ষ্য ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে শাকিল হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়।
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল জানান, উপস্থিত সাক্ষ্য ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে শাকিল হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়।
(নিউজ টি কপি রাইট করা)