
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়াড় আসর থেকে জুয়াড় সামগ্রী ও নগদ ৭হাজার ৪০ টাকাসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (০৬ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই সনজিব জোয়াদ্দার, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. শফিকুল ইসলাম, এএসআই শেখ রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ আলীপুর জনৈক মো. আসলাম খানের চায়ের দোকানের বারান্দা থেকে তাদেরকে জুয়া খেলার আসর হইতে তাদেরকে জুয়াড় সামগ্রী ও নগদ ৭হাজার ৪০ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলো – রাজবাড়ী সদর উপজেলার আলিপুর এলাকার মৃত রশিদ শেখের ছেলে আব্দুল মজিদ শেখ (৫৫), মো. আব্দুর রাজ্জাক পেদা’র ছেলে মো. আব্দুল ছালাম পেদা (৩১), মৃত নিজাম উদ্দিন খানের ছেলে মো. আসলাম খান (৩৫) ও -মো মাজেদ খানের ছেলে মো. ইকবাল খান (৩৮)।
রোববার (০৭ মে) জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।