
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি রোববার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী(এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, স্কুলের প্রাক্তন শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ, অমূল্য প্রসন্ন রায়, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. ইউনুছ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার আলাউদ্দিন মৃধা প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শুরুতে ক্রীড়া প্রতিযোগিতার মশাল দৌড়ে মাঠ প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া এবং দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।