
সোহাগ মিয়া গোয়ালন্দ -প্রতিনিধি
বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশের অংশ হিসেবে রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল তিনটায় খানখানাপুর বাজারে রিক্সাস্ট্যান্ডে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, শেখ, ফরহাদ নান্নু। খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল। খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো: মামুন। আরো উপস্থিত ছিলেন প্রত্যেকটা ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এছাড়া সকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ খানখানাপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সারাদিনব্যাপী এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুনুর রশিদ।
এ সময় আমির আলী মোল্লা বলেন, বিএনপি সমাবেশের নামে জ্বালাও পুড়াও করে সাধারণ মানুষের ঘুম হারাম করে দেয়। আমরা সেটা আর মেনে নেব না। আমরা খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন প্রস্তুত আছি বিএনপি’র সকল সন্ত্রাস ও নৈরাজ্যকে মোকাবেলা করতে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেজন্য আমি সবাইকে আহ্বান করছি আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে সবাই আওয়ামী লীগকে জয় করুন।