
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা গেইট বাজার সংলগ্ন নারুয়া রোড স্বপ্নদীপ মার্কেটের সামনে সুপেয় পানির অভাব পূরণে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করা হয়েছে।
২৯ জানুয়ারি রোববার সকাল ১১টায় বালিয়াকান্দি নারুয়া বাজার ও স্বপ্নদ্বীপ মার্কেটসহ প্রায় ২শত সাধারণ ব্যাবসায়ীদের সুপেয় ও আর্সেনিকমুক্ত পানি পানের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ ব্যাবসায়ীদের অনেক দিনের ইচ্ছাটি পূরণ করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস নারুয়া বাজার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী আকবর, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনসুর হেলালসহ বাজারের সামর্থ্যবান কিছু ব্যাবসায়ীগণ।
নলকূপ স্থাপন সম্পর্কে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস বলেন, স্বপ্নদ্বীপ মার্কেটে প্রায় ২শত ব্যাবসায়ী তাদের ব্যাবসার কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাদের নামাজ পড়ার জন্য ওযুর পানি, খাওয়ার জন্য সুপেয় পানির সমস্যা নিরসনে আর্সেনিকমক্ত একটা নলকূপের দাবি করেছিল ব্যাবসায়ীরা। তাদের সকলের চিন্তা করে একটা গভীর নলকূপের ব্যবস্থা করা হলো। এতে করে মার্কেটের সবাই বিভিন্ন কাজে নলকূপটি ব্যবহার করতে পারবেন।