
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি বুধবার বিকাল ৩ টায় বালিয়াকান্দি উপজেলা হল রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. হাসিবুল হাসান, উপজেলা এনজিও সমন্বয়কারি ও এ্যাসেড সংস্থার নির্বাহী পরিচালক মো. শাজাহান ছিদ্দিক, ব্রাক এনজিওর এলাকা ব্যবস্থাপক ও এনজিও ফেডারেশনের সভাপতি মো. আলামিন প্রমুখ।
এসময় সকল এনজিওর কর্মকর্তাবৃন্দ নবাগত ইউএনও কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নবাগত ইউএনও একে একে সবার সাথে পরিচয় পর্বশেষে ব্র্যাক সংস্থার পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডায়েরি উপহারের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে সমন্বয় সভার সভাপতি সভাকে সমাপ্ত ঘোষনা করেন।