
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশায় এপেক্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। “ওয়ার্ক টুগেদার” ২০২৩ সালের নতুন স্লোগানকে সামনে রেখে এপেক্স বাংলাদেশ জেলা-২ এর অধীনে ‘এপেক্স ক্লাব পাংশা’র (ইউসি) ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মধ্য দিয়ে এপেক্স ক্লাবের যাত্রা শুরু হয়েছে।
জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) বিকাল আড়াইটার সময় পাংশা উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সুধীবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এপেক্স ক্লাব পাংশার ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি- মো. সহিদুর রহমান, সেক্রেটারি- মো. মোক্তার হোসেন, ট্রেজারার- সেলিম মাহমুদ ও সিনিয়র সহসভাপতি- মুহাম্মাদ ফিরোজ হায়দার।
পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এপেক্স ক্লাব মিরপুরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন আনছারী জনকল্যাণমূলক কাজে এপেক্স ক্লাবের ভূমিকা তুলে ধরেন।
মতবিনিময় সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মাদ ফিরোজ হায়দার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মুহাম্মদ এবাদত আলী শেখ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামী ও প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক সুমী খন্দকার প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন।
পরবর্তী সভায় আলোচনা সাপেক্ষে এপেক্স ক্লাব পাংশার পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।