রাজবাড়ী ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৩ সম্পন্ন।

ষ্টাফ রিপোর্টার

অদ‍্য ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে রাজবাড়ী সরকারি কলেজে, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন২০২৩অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে ভোট চলে দুপুর একটা পর্যন্ত।
এই নির্বাচনে সম্পাদক পদে তালুকদার মোহম্মদ মোস্তাফিজুর রহমান (সহকারি অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান)এর প্রাপ্ত ভোট ৩৭, এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুল ইসলাম (সহকারী অধ্যাপক) এর প্রাপ্ত ভোট ৩৪। যুগ্ম সাধারণ সম্পাদক একাডেমিক পদে অদ্বৈত কুমার দাস (সহকারি অধ্যাপক গণিত )এর প্রাপ্ত ভোট ৪৩, এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম (প্রভাষক) এর প্রাপ্ত ভোট ২৮, যুগ্ন সম্পাদক (শিক্ষক ক্লাব) মোঃ কুতুব উদ্দিন (প্রভাষক )এর প্রাপ্ত ভোট ৩৬, এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন (প্রভাষক )এর প্রাপ্ত ভোট ৩৫,
কোষাধ্যক্ষ পদে আবুল কালাম (সহকারী অধ্যাপক প্রাণি বিদ্যা )এর প্রাপ্ত ভোট ৪৪ এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমর অধিকারী (প্রভাষক )এর প্রাপ্ত ভোট ২৭। মোঃ মাহবুবুর রহমান ও সাজেদা পারভীন নির্বাচন কমিশনার, এবং আব্দুল্লাহ আল মাতিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সর্বমোট ৭১ জন ভোটারের সবাই স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন বোর্ড ভোট গণনা শেষে তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমানকে সম্পাদক পদে,অদ্বৈত কুমার দাসকে যুগ্ম সম্পাদক একাডেমিক পদে, মোঃ কুতুব উদ্দিনকে যুগ্ম সম্পাদক (শিক্ষক ক্লাব) পদে এবং আবুল কালাম কে কোষাধ্যক্ষ পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে। শিক্ষক পরিষদের বিজয়ী এই চারজন গতবারের ন‍্যায় এবারও নির্বাচিত হয়। বিজয়ী প্রার্থীগন তাদের প্রাপ্ত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনকরে ভোটারদের আস্থা অর্জনের ফলে পুনরায় বিজয়ী হতে সক্ষম হয়।

Tag :
About Author Information

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৩ সম্পন্ন।

প্রকাশিত : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

ষ্টাফ রিপোর্টার

অদ‍্য ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে রাজবাড়ী সরকারি কলেজে, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন২০২৩অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে ভোট চলে দুপুর একটা পর্যন্ত।
এই নির্বাচনে সম্পাদক পদে তালুকদার মোহম্মদ মোস্তাফিজুর রহমান (সহকারি অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান)এর প্রাপ্ত ভোট ৩৭, এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুল ইসলাম (সহকারী অধ্যাপক) এর প্রাপ্ত ভোট ৩৪। যুগ্ম সাধারণ সম্পাদক একাডেমিক পদে অদ্বৈত কুমার দাস (সহকারি অধ্যাপক গণিত )এর প্রাপ্ত ভোট ৪৩, এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম (প্রভাষক) এর প্রাপ্ত ভোট ২৮, যুগ্ন সম্পাদক (শিক্ষক ক্লাব) মোঃ কুতুব উদ্দিন (প্রভাষক )এর প্রাপ্ত ভোট ৩৬, এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন (প্রভাষক )এর প্রাপ্ত ভোট ৩৫,
কোষাধ্যক্ষ পদে আবুল কালাম (সহকারী অধ্যাপক প্রাণি বিদ্যা )এর প্রাপ্ত ভোট ৪৪ এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমর অধিকারী (প্রভাষক )এর প্রাপ্ত ভোট ২৭। মোঃ মাহবুবুর রহমান ও সাজেদা পারভীন নির্বাচন কমিশনার, এবং আব্দুল্লাহ আল মাতিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সর্বমোট ৭১ জন ভোটারের সবাই স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন বোর্ড ভোট গণনা শেষে তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমানকে সম্পাদক পদে,অদ্বৈত কুমার দাসকে যুগ্ম সম্পাদক একাডেমিক পদে, মোঃ কুতুব উদ্দিনকে যুগ্ম সম্পাদক (শিক্ষক ক্লাব) পদে এবং আবুল কালাম কে কোষাধ্যক্ষ পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে। শিক্ষক পরিষদের বিজয়ী এই চারজন গতবারের ন‍্যায় এবারও নির্বাচিত হয়। বিজয়ী প্রার্থীগন তাদের প্রাপ্ত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনকরে ভোটারদের আস্থা অর্জনের ফলে পুনরায় বিজয়ী হতে সক্ষম হয়।