
উপজেলা প্রতিনিধি মোঃ হামজা শেখ
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা অষ্টাদশপল্লি সর্বজনীন পাগলের আশ্রমে ( শ্রী শ্রী পাগল সিতানাথ ব্রম্মচারীর সাধন ভুমি) ৩৮ তম ২৪ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারকাব্রক্ষ মহানাম যগ্ঙানুষ্ঠান চলছে।
গতকাল সোমবার ৯ জানুয়ারি সন্ধায় মহা নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুল হাকিম এমপি।
রাবিন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) , পাংশা উপজেলার ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস (মুনা) শৈলকূপা উপজেলার আম্বলশা ইউনিয়নের চেয়ারম্যান শিবানন্দ বিশ্বাস উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে শৈলন্দনাথ বিশ্বাস ও অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বিনোদ কুমার।
এ সময় জেলা পরিষদের পাংশা উপজেলার সদস্য গোবিন্দ কুন্ডু, কশবামাঝাইল ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার সুফল , পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ সহ আরো অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৬ই জানুয়ারি শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস ও ৭ই জানুয়ারি থেকে মহানাম সংকির্তন শুরু হয়। ১০ ই জানুয়ারি অরুনোদয়ে মহানাম সমাপনাত্বে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা ও মধ্যাণ্হে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ মহাপ্রসাদ বিতরণ করা হবে।