
অনলাইন ডেস্ক
সহসাই শীত থেকে মুক্তি মিলছে না। চলতি মাসেই আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ জানুয়ারি) যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন রাজধানীতে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি।
তবে আজ সোমবার ওই সব এলাকাসহ রাজধানীতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে হঠাৎ শীতের প্রকোপে বেড়েছে জ্বর-কাশিসহ শীতকালীন নানান রোগ। হাসপাতালগুলোতে অনেকেই শরণাপন্ন হচ্ছেন চিকিৎসকদের।
গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবার শীত নেমেছে রাজধানীতে।
শৈত্যপ্রবাহে নাকাল সারাদেশও। স্থবির হয়ে আছে স্বাভাবিক জীবনযাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মণ্ডল বলেন, সহসাই তীব্র এই শীত থেকে মুক্তি মিলছে না। রাজধানীতে রোববার আগের দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরে আবারও কমে যাওয়ার সম্ভাবনা আছে।
হঠাৎ শীতে বেড়েছে শীতকালীন নানান রোগ। হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে চিকিৎসা প্রত্যাশীদের।
শীতে শিশু এবং বয়োবৃদ্ধদের আগলে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে শীতকালীন রোগকে অবহেলা না করার আহ্বান জানান তারা।