
উপজেলা প্রতিনিধি ( হামযা শেখ)
পাংশাতে উপজেলা নির্বাহি অফিসার মোহম্মদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পাংশা উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা। পাংশা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোক্তার হোসেন নেতৃত্বে পাংশা উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহি অফিসার মোহম্মদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন৷
এবং উপজেলা নির্বাহি অফিসার মোহম্মদ আলী কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান পাংশা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যরা।
রবিবার (৮ জানুয়ারী) দুপুর দুইটায় পাংশা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে পাংশা উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা কুসল বিনিময় করেন। এবং নব গঠিত পাংশা উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের নামীয় তালিকা প্রেরন করা হয়৷
সে সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ ও সিনিয়র সহ সভাপতি সেলিম মাহমুদ, সহসভাপতি রফিকুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক, মিঠুন গোস্বামী, প্রচার সম্পাদক হামজা শেখ, ও কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রাফি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আঃ রব বিশ্বাস মুনা ও কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিজিয়া ইসলাম।
উপজেলা নির্বাহি অফিসার মোহম্মদ আলী উপজেলা প্রেস ক্লাব সদস্যদের কে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন মুলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।