
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ীর সম্পত্তি একের পর এক মামলা মোকাবেলা করে রায় পেয়েও দখল বুঝে পাচ্ছিলেন না দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকা বিক্রেতা বাবর আলী।
অবশেষে বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বিল্পব, বালিয়াকান্দি সদর ইউনিয়নর সদস্য মোঃ আকরাম হোসেন, বাচ্চু প্রধান, রাজবাড়ী জেলা ওয়ার্কাস পাটির সদস্য মোঃ শামসুজ্জামান (শামসু) প্রমুখের উপস্হিতিতে গ্রাম্য সালিসদাররা উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে বাবর আলী ও তার ভাইদের জমির দখল বুঝে দেন।
গত শুক্রবার সকালে বাবর আলী ও তার ভাইয়েরা নানা বাড়ীর ওই দখলমুক্ত ১৪ শতাংশ জমিতে পেঁয়াজ রোপনের মাধ্যমে ১০ বছর পর দখল বুঝে পেলেন এবং প্রত্রিকা বিক্রেতা বাবর আলি সালিসদারদের রায়ে খুব খুশি হয়েছেন।
পত্রিকা বিক্রেতা বাবর আলী বলেন, তার নানা ও মায়ের নামে আরএস, এসএ, বিএস রেকর্ড থাকলেও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের নওশের মল্লিক, মজিবর মল্লিক দীর্ঘ ১০ বছর যাবৎ অবৈধ ভাবে দখল করে রেখেছিলেন তাদের জমি। এ বিষয়ে বাবর আলী তাদের সম্পত্তি ফেরত পেতে রাজবাড়ী জজ কোর্ট, হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার রায় তাদের পক্ষে আসে। তার পরেও জমির দখল বুঝে পাচ্ছিলেন না। পরে বালিয়াকান্দি থানা, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে জমির দখল বুঝে পেতে লিখিত অভিযোগ দায়ের করলে গত শনিবার স্থানীয় এলাকাবাসী বসে উভয়পক্ষের কাগজপত্র দেখে ১৪ শতাংশ জমি বাবর আলীর পক্ষে চাষাবাদের অনুমতি প্রদান করেন। এলাকাবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।