
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এনআরবিসি ব্যাংক গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে অসহায়, দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (৬ রা জানুয়ারি) প্রধান সড়কে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্বপন কুমার মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ব্যাবস্থাপক গোয়ালন্দ উপজেলা এনআরবিসি ব্যাংক লিমিটেড মোঃ পলাশ আলী, ম্যানেজার (অপারেশন) নাঈমুল ইসলাম ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার শীতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।