
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকৃত সেনা মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য অবদান এবং ত্যাগ তিতীক্ষাকে স্মরণীয়
করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় তাদের জন্য গৃহনির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ লক্ষ্যে গেজেট তালিকাভূক্ত প্রকৃত গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের জন্য সেনাবাহিনী কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
৫ জানুয়ারি বৃহস্পতিবার ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ২১ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ ১০ ই বেংগল কর্তৃক নির্মিত চারটি সেমি পাকা বাড়ী হস্তান্তর করা হয়।
এরই ধারাবাহিকতায় ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী জেলায় চার জন বীর সেনা মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে গৃহনির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উক্ত চারটি বাড়ী জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এর নিকট হতে গ্রহণ করেন চার বীর সেনা
মুক্তিযোদ্ধা তারা হলেন যথাক্রমে রাজবাড়ী সদর থানার ছোট নুরপুর গ্রামের কর্পোরাল মোঃ হারেজ আলী (অবঃ), পাংশা থানার জসাইম গ্রামের কর্পোরাল মোঃ আবু জাফর (অবঃ), রাজবাড়ী থানার চাঁদপুর গ্রামের কর্পোরাল করিমুল হক (অবঃ) এবং বালিয়াকান্দি থানার তুলসী গ্রামের ল্যান্স কর্পোরাল মোঃ ইয়াছিন শেখ (অবঃ)।
এসময় উপস্থিত ছিলেন যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই মহৎ কার্যক্রমে বীর সেনা মুক্তিযোদ্ধাগণ সুবিধাপ্রাপ্ত এবং উপকৃত হবেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কার্যক্রম অব্যহত রাখবে।