
স্টাফ রিপোর্টার
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ (পুলিশ সার্ভিস এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ) পাচ্ছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘গ’গ্রুপে ২য় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।
২০২২ সালের জন্য ‘সি’ ক্যাটাগরীতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান কে মনোনীত করা হয়েছে। এম এম শাকিলুজ্জামানসহ সারা দেশের মোট ১৭ জন পুলিশ কর্মকর্তা ৫টি ক্যাটাগরীতে (এ, বি, সি, ডি, ই) এই আইজিপি ব্যাজ পাচ্ছেন। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে রাজবাড়ী জেলা পুলিশ ‘সি’ গ্রুপে দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত অবৈধ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘গ’ বিভাগে ২য় হয়েছে রাজবাড়ী জেলা। বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডি আই জি মো. হাসানুজ্জামান গত ২৯ ডিসেম্বর একপত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজবাড়ীতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান যোগদানের পর থেকে ৫টি থানা, জেলা গোয়েন্দা শাখাসহ পুলিশ সদস্যদের নিয়ে অবৈধ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
আগামীকাল ৫ জানুয়ারি সকাল ১১টায় রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সুপার সুপার এম এম শাকিলুজ্জামান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ গ্রহণ করবেন। এছাড়া ৫ই জানুয়ারি একই স্থানে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পুরস্কার গ্রহণ করা হবে।