
সোহাগ মিয়া গোয়ালন্দ
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ৬৮ তম জন্মদিন আজ। এ দিনটি আনন্দঘন পরিবেশে ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে শুভ জন্মদিন পালন করা হয়েছে।
সরজমিনে ঘুরে এসে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের লঞ্চঘাট ফেরিঘাট ও রেল স্টেশনে খোলা আকাশের নিচে রাত যাপন করা ৬০ জন মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ সোহাগ। কম্বল বিতরনের মধ্য দিয়ে তিনি তার প্রিয় নেতার জন্মদিন পালন করেন।
রিয়াদ মাহমুদ সোহাগ বলেন, রাজবাড়ী ১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি মহোদয়ের আজ শুভ জন্মদিন। সেজন্য আমার আবেগ ও ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা শাখার পক্ষ থেকে রাতের আঁধারে ঘুরে খোলা আকাশের নিচে শীতের মধ্যে কষ্ট করে ঘুমিয়ে থাকা মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে প্রিয় নেতা শুভ জন্মদিন পালন করেছি।