
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি মাঠ থেকে রাব্বি (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাব্বি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে এলাকার আখরজানি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
নিহত রাব্বীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাব্বী তার দুই বন্ধু তরুণ ও রানার সাথে একটি ইসলামী জলসা শোনার যায়। এরপর রাব্বী আর বাড়ি ফিরেনি। শুক্রবার স্থানীয়রা মাঠে রাব্বির লাশ দেখে পরিবার ও পুলিশে খবর দেয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের আইনি কার্যক্রম চলছে।