
সোহাগ মিয়া গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি-
শনিবার (১৭ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের অফিসার মোখলেসুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।স্থানীয়দের কাছ থেকে শোনা যাচ্ছে এলাকার অনেক ঘরের মিটার পুড়ে গেছে। জমিদার ব্রীজ এলাকায় ৭ থেকে ৮ টি দোকান পুড়ে গেছে।
গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় আগুন লাগার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ক্ষতিগ্রস্ত জনগণকে তিনি সান্ত্বনা দিয়েছেন ।
