রাজবাড়ী ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজবাড়ীর মাঠে মাঠে প্রকৃতির অলংকার হলুদ সরিষা ফুল

নিজস্ব প্রতিবেদক

নীল আকাশের নিচে রাজবাড়ীর বিস্তীর্ণ মাঠজুড়ে প্রকৃতির অলংকার হয়ে উঠেছে হলুদ সরিষার ফুল। চারদিকে তাকালে শুধু হলুদ আর হলুদ। ফুলের এই সমারোহ দু-চোখ জুড়িয়ে দেয়। আর ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা।

রাজবাড়ী সদর উপজেলার আফরা, চন্দনী, চৌবাড়িয়া, হরিণধরা ও বাবুপুরসহ বিভিন্ন এলাকার মাঠে গিয়ে যায়, সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা।

কৃষক জহুর শেখ, কুদ্দুস খা, মামুন ও মিজান মোল্লা একই সুরে জানান, আমন ধান ঘরে তোলার পর খালি জমিতে সরিষার চাষ করা হয়। কম পুঁজিতে সরিষা চাষে লাভও দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে ৫ থেকে ৬ মণ সরিষা উৎপাদন করা যায়। যার মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা। অধিকাংশ জমিতে বারি-১৪, বারি-৯ ও টরি জাতের সরিষা চাষ করা হয়েছে।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এ কারণে তাদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, সরিষা চাষে কৃষকদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলন হতে পারে।

কৃষি অফিসের তথ্যমতে, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ১ হাজার ৭১৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

Tag :

রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী  কমরেড নেতা আশুভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীর মাঠে মাঠে প্রকৃতির অলংকার হলুদ সরিষা ফুল

প্রকাশিত : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক

নীল আকাশের নিচে রাজবাড়ীর বিস্তীর্ণ মাঠজুড়ে প্রকৃতির অলংকার হয়ে উঠেছে হলুদ সরিষার ফুল। চারদিকে তাকালে শুধু হলুদ আর হলুদ। ফুলের এই সমারোহ দু-চোখ জুড়িয়ে দেয়। আর ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা।

রাজবাড়ী সদর উপজেলার আফরা, চন্দনী, চৌবাড়িয়া, হরিণধরা ও বাবুপুরসহ বিভিন্ন এলাকার মাঠে গিয়ে যায়, সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা।

কৃষক জহুর শেখ, কুদ্দুস খা, মামুন ও মিজান মোল্লা একই সুরে জানান, আমন ধান ঘরে তোলার পর খালি জমিতে সরিষার চাষ করা হয়। কম পুঁজিতে সরিষা চাষে লাভও দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে ৫ থেকে ৬ মণ সরিষা উৎপাদন করা যায়। যার মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা। অধিকাংশ জমিতে বারি-১৪, বারি-৯ ও টরি জাতের সরিষা চাষ করা হয়েছে।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এ কারণে তাদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, সরিষা চাষে কৃষকদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলন হতে পারে।

কৃষি অফিসের তথ্যমতে, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ১ হাজার ৭১৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।