
স্টাফ রিপোর্টার
“রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো ৯২ টি (বিরানব্বই) মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিককে হস্তান্তর”
আজ পুলিশ সুপারের কার্যালয়, রাজবাড়ীর সম্মেলন কক্ষে বিভিন্ন সময়ে হারানো ৯২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইল যাচাই বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী।
ধারাবাহিক ভাবে জেলা পুলিশ রাজবাড়ী মোবাইল হারানো জিডির ব্যাপারে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার ০৫টি থানার মোবাইল হারানো জিডির সূত্র ধরে ১। রাজবাড়ী সদর থানার জিডি হতে ২৬টি, ২। গোয়ালন্দ ঘাট থানার জিডি হতে-১৪টি, ৩। পাংশা মডেল থানার জিডি হতে-২৫টি, ৪। কালুখালী থানার জিডি হতে-১৪টি, ৫। বালিয়াকান্দি থানার জিডি হতে-১৩টি, সর্বমোট-৯২টি হারানো মোবাইল রাজবাড়ী জেলা সহ দেশের বিভিন্ন জেলা হতে উদ্ধার করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল গুলো প্রকৃত মালিক হাতে পেয়ে আবেগ প্রবন হয়ে পড়েন এবং বলেন বাংলাদেশ পুলিশের প্রতি আমাদের যে আস্থা ছিল তা আরো বহুগুণে বেড়ে গেল । তারা জেলা পুলিশ রাজবাড়ীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া এমএফসি সংক্রান্তে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৭, তারিখ-১৩/৩/২৪ খ্রিঃ মূলে ০১ জন আসামী গ্রেফতার ও ৫০,০০০/- টাকা উদ্ধার, কালুখালী থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০৩/২৪ খ্রিঃ মূলে ০২ জন আসামী গ্রেফতার ও ৩০,০০০/- টাকা উদ্ধার, রাজবাড়ী সদর থানা জিডি নং-৪৮৬, তারিখ-১১/০১/২৪ খ্রিঃ মূলে ৫,০০০/- টাকা উদ্ধার, কালুখালী থানা জিডি নং-১০২১, তারিখ-২২/০২/২৪ খ্রিঃ মূলে ৫,৬১০/- টাকা উদ্ধার সহ ২৩ জন ভিকটিম উদ্ধার এবং ১৫টি হ্যাক ফেসবুক আইডি রিকোভার করা হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।