
মোঃ হামজা শেখ
রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ কর্তৃক অভিযানে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ১ জন আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামী, মোট ৪ জন আসামী গ্রেফতার।
বুধবার (১৭ এপ্রিল) পাংশা মডেল থানার এসআই (নিঃ) সাদিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাংশা থানাধীন হাবাসপুর বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত জনৈক রাব্বিন হোসেনের ভাই ভাই ষ্টোর নামক মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হারুন শেখ(৩৮), পিতা-মোঃ বারেক শেখ, সাং- চর ঝিকড়ী পশ্চিমপাড়া (সেনপাড়া), থানা- পাংশা, জেলা–রাজবাড়ীকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১ টি মামলা আছে।
১৭/০৪/২০২৪ খ্রিঃ ও ১৮/০৪/২০২৪ খ্রিঃ তারিখ পাংশা থানার এসআই (নিঃ) সাদিকুজ্জামান ও এসআই (নিঃ) মাহবুবুর রহমান মামুন, এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পাংশা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। মাসুদ বিশ্বাস, পিতা-মৃত আঃ সাক্তার, সাং- সুজানগর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে এবং ৩।মোঃ রিয়াজ প্রামানিক , পিতা-মৃত চাদো প্রামানিক, সাং-গঙ্গানন্দদিয়া, ৪। কার্তিক শার্মা, পিতা-মৃতঃ অনিল কুমার শার্মা, সাং-মথুরাপুর, উভয় থানা-পাংশা, জেলা-রাজবাড়ী দ্বয়কে গ্রেফতার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।