
আশিক হাসান সীমান্ত রাজবাড়ী
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে দাওয়াতুল হক হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে চরকুলটিয়া গ্রামে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা এ শুভ উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন হেফজখানার সভাপতি মোসলেম উদ্দিন মেলেটারি, সাধারণ সম্পাদক আফজাল মাস্টার এছাড়া উপস্থিত ছিলেন হেফজখানার জমির দাতা আব্দুর রব বিশ্বাস, আমির বিশ্বাস সহ এলাকার সাধারণ ধর্ম প্রাণ মুসল্লিগন।
ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা পরিষদ ইউসুফ হোসেন মোল্লা বলেন আমি সরকারি সহয়তার পাশাপাশি ব্যক্তিগত ভাবে এই হেফজখানার জন্য অর্থ সহায়তা করবো সেই সাথে আপনাদেরও সহায়তা করে প্রতিষ্ঠানটি চালাতে হবে।