
ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্প কলা একাডেমির উদ্যোগে,রাজবাড়ী শিল্পকলা একাডেমি মঞ্চে গত ১০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হলো গীতিআলেখ্য “পদ্মার ভালোবাসা” রচনা গ্রন্থনা জয়নুল আবেদীন। সংগীত পরিচালনায় জয়নুল আবেদিন,
চপল সন্যাল,নিজাম আনসারী,
জান্নাতুল ফেরদৌস, অন্যান্যদের শিল্পীদের মধ্যে ছিলেন শাহিনর রহমান পপি,সাহানারা পারভীন,বিশ্বজিৎ, টিটন সাহা ও শিল্প কলা একাডেমির শিক্ষার্থীবৃন্দ। তবলায় ছিলেন বিমলসাহা।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবু কায়সার খান, জেলাপ্রশাসক রাজবাড়ী,
সৈয়দ সিদ্দিকুর রহমান, জনাব সালাম তাসির, জনাব হেদায়েতুল্লাহ সোহরাব,জনাব পার্থ প্রতিম দাস প্রমুখ, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চায়না সাহা।