
লালন শেখ ( কালুখালী প্রতিনিধি)
না ফেরার দেশে পারি জমালেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মুক্তিযোদ্ধা রাবি সরদার ওরফে বারেক। গত বুধবার রাত ৩:০০ টায় তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহে —– রাজেউন )। তার বয়স হয়েছিলো (৭০) বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র,১ কন্যা ও ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
রাতেই বারি সরদারের লাশ গ্রামের বাড়ী কালুখালীর মহিমশাহী কালিকাপুর আনা হয়। বৃহস্পতিবার দুপুরে বারি সরদারের লাশ রাইপুর স্কুল মাঠে নেওয়া হয়। এসময় রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে গার্ডঅফ অনার প্রদানের মধ্যদিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদানকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন,কালুখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন,কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো: এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, মুক্তিযোদ্ধা আ: খালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর রাইপুর স্কুল মাঠে মুক্তিযোদ্ধা রাবি সরদার ওরফে বারেক সরদারের লাশের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, যুদ্ধকালীন সময় পাংশা ও বালিয়াকান্দি থানা কমান্ডার ছিলেন আবু হোসেন সরদার। আবু হোসেনের ছোট ভাই মুক্তিযোদ্ধা রাবি সরদার ওরফে বারেক সরদার সর্বক্ষন বড় ভাইয়ের অনপ্রেরনা যুগিয়ে পাশে পাশে থাকতো। ইতিপূর্বে আবু হোসেন মারা গেছেন। এবার ছোটভাই রাবি সরদার ওরফে বারেক সরদারের মৃত্যুর মধ্যদিয়ে পরিবারটি দুই মুক্তিযোদ্ধা হারা হলেন । কালুখালীর মুক্তিযোদ্ধা বারি সরদার আর নেই
সাহিদা পারভীন,কালুখালী,(রাজবাড়ী) প্রতিনিধি : না ফেরার দেশে পারি জমালেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মুক্তিযোদ্ধা রাবি সরদার ওরফে বারেক। গত বুধবার রাত ৩:০০ টায় তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহে —– রাজেউন )। তার বয়স হয়েছিলো (৭০) বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র,১ কন্যা ও ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
রাতেই বারি সরদারের লাশ গ্রামের বাড়ী কালুখালীর মহিমশাহী কালিকাপুর আনা হয়। বৃহস্পতিবার দুপুরে বারি সরদারের লাশ রাইপুর স্কুল মাঠে নেওয়া হয়। এসময় রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অপ অনার প্রদানের মধ্যদিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদানকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন,কালুখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন,কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো: এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, মুক্তিযোদ্ধা আ: খালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর রাইপুর স্কুল মাঠে মুক্তিযোদ্ধা রাবি সরদার ওরফে বারেক সরদারের লাশের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, যুদ্ধকালীন সময় পাংশা ও বালিয়াকান্দি থানা কমান্ডার ছিলেন আবু হোসেন সরদার। আবু হোসেনের ছোট ভাই মুক্তিযোদ্ধা রাবি সরদার ওরফে বারেক সরদার সর্বক্ষন বড় ভাইয়ের অনপ্রেরনা যুগিয়ে পাশে পাশে থাকতো। ইতিপূর্বে আবু হোসেন মারা গেছেন। এবার ছোটভাই রাবি সরদার ওরফে বারেক সরদারের মৃত্যুর মধ্যদিয়ে পরিবারটি দুই মুক্তিযোদ্ধা হারা হলেন ।