
বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী।
রাজবাড়িতে দৈনিক অভিযোগ বার্তার চার বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
১২ই ফেব্রুয়ারী-২৪ রোজ সোমবার আদর্শ মহিলা কলেজের সামনে সমমনা ফটোস্ট্যাটের দ্বিতীয় তলায় অভিযোগ বার্তার প্রতিনিধির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক অভিযোগ বার্তার চার বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি বিধান কুমার বিশ্বাস, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, দৈনিক অধিকরণের জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক রাজু, দৈনিক তালাশ টাইমসের জেলা প্রতিনিধ সজীবুর রহমানসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক, অনুসন্ধানের মাধ্যমে সত্যকে উদঘাটন করে বাস্তব চিত্র জাতির সামনে তুলে ধরা এটাই হচ্ছে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব। আসুন উন্নয়নের জন্য একসাথে কাজ করি। স্থানীয় গণমাধ্যম কর্মীরা মনে করেন, কাঁধে কাঁধ মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমাধ্যমের উপর জনগণের দৃঢ় আস্থা অর্জন করতে হবে! গণমাধ্যম ও কর্মীদের উপর জনগণের বিশ্বাস ও ভরসার জায়গায় ফেরানো ও নিরপেক্ষ আপোষহীন সংবাদ পরিবেশনের প্রত্যাশাও ব্যক্ত করেন। পরবর্তী কেক কাটা ও অভিযোগ বার্তার উত্তরোত্তর সফলতা কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।