রাজবাড়ী ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আলী হোসেন পনি’র ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী হোসেন পনি’র ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সাথে শিশুদের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

আজ ০২-০২-২০২৪ ইং রোজ শুক্রবার সকালে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা, পুরুস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলী হোসেন পরি স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, এ্যাডঃ বেদাহুতি চক্রবর্তী, আলী হোসেন পনির সহধর্মীনি ও রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন সার্নাল, নিত্য শিল্পী আব্দুস সাত্তার কালুসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।

গুণীজন সংবর্ধনা:
আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে আজ ২ ফেব্রুয়ারি, শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এবার আলী হোসেন পনি স্মৃতি সংসদ রাজবাড়ী জেলার ১৩ জন গুণী ব্যক্তিকে তাঁদের স্ব স্ব ক্ষেত্রে আজীবন অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়।

১৩ জন গুণী ব্যক্তিরা হলেন:-

চিত্র শিল্পী (মরণোত্তর):
মরহুম মনসুর উল করিম
সাহিত্য:
জনাব প্রফেসর ডঃ ফকীর আব্দুর রশীদ
সংগীত:
জনাব শাহীনূর বেগম পপি
নাট্য সংগঠক:
জনাব অধ্যাপক শংকর চন্দ্র সিনহা
সমাজ সেবা:
জনাব দেবাহুতি চক্রবর্তী
শিক্ষা:
জনাব আজিজা খানম
জনাব আতিকা বেগম রাশি
নাট্য কর্মী:
জনাব আসাদুজ্জামান চৌধুরী
জনাব ওয়ালিউল হাসান মঞ্জু
নৃত্যকলা:
জনাব দীপ্তি গুহ
জনাব আব্দুস সাত্তার কালু
যন্ত্র শিল্পী:
জনাব তপন কুমার দে
স্বর্গীয় সুব্রত চক্রবর্তী (মরণোত্তর)।
রাজবাড়ী জেলার এই ১৩ জন গুণী এবং অতি সম্মানীয় ব্যক্তিকে সম্মানিত করা হয়।

* রাজবাড়ীতে আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে, আলী হোসেন পনি স্মৃতি সংসদের ব্যাপক আয়োজনে সবাই মুগ্ধ । গোপালগঞ্জে জন্ম হলেও পিতা, মাতা রেখে রাজবাড়ীকে ভালোবেসে, গোপালগঞ্জ ছেড়ে রাজবাড়ীতে এসে অনেক অবহেলার সাথে জীবন কাটিয়েছিলেন। অনেক কিছুই ওনার হওয়া উচিত ছিল,অনেক প্রাপ্য থেকে তিনি বঞ্চিত হয়েছেন। আজ এই স্মৃতি সংসদের সভাপতি লিটন চক্রবর্তী বলেন আমাদের সবার মাধ্যমে তিনি বেঁচে থাকুন। তাঁর ব্যাপকতা ছড়িয়ে যাক চতুর্পাশে। যারা পাশে আছেন, আগামীতেও থাকবেন আশা করি। সবার প্রতি শ্রেণীমোতাবেক সালাম, শ্রদ্ধা,স্নেহ,ভালোবাসা রইল ।

Tag :

আলী হোসেন পনি’র ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৬:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী হোসেন পনি’র ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সাথে শিশুদের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

আজ ০২-০২-২০২৪ ইং রোজ শুক্রবার সকালে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা, পুরুস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলী হোসেন পরি স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, এ্যাডঃ বেদাহুতি চক্রবর্তী, আলী হোসেন পনির সহধর্মীনি ও রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন সার্নাল, নিত্য শিল্পী আব্দুস সাত্তার কালুসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।

গুণীজন সংবর্ধনা:
আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে আজ ২ ফেব্রুয়ারি, শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এবার আলী হোসেন পনি স্মৃতি সংসদ রাজবাড়ী জেলার ১৩ জন গুণী ব্যক্তিকে তাঁদের স্ব স্ব ক্ষেত্রে আজীবন অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়।

১৩ জন গুণী ব্যক্তিরা হলেন:-

চিত্র শিল্পী (মরণোত্তর):
মরহুম মনসুর উল করিম
সাহিত্য:
জনাব প্রফেসর ডঃ ফকীর আব্দুর রশীদ
সংগীত:
জনাব শাহীনূর বেগম পপি
নাট্য সংগঠক:
জনাব অধ্যাপক শংকর চন্দ্র সিনহা
সমাজ সেবা:
জনাব দেবাহুতি চক্রবর্তী
শিক্ষা:
জনাব আজিজা খানম
জনাব আতিকা বেগম রাশি
নাট্য কর্মী:
জনাব আসাদুজ্জামান চৌধুরী
জনাব ওয়ালিউল হাসান মঞ্জু
নৃত্যকলা:
জনাব দীপ্তি গুহ
জনাব আব্দুস সাত্তার কালু
যন্ত্র শিল্পী:
জনাব তপন কুমার দে
স্বর্গীয় সুব্রত চক্রবর্তী (মরণোত্তর)।
রাজবাড়ী জেলার এই ১৩ জন গুণী এবং অতি সম্মানীয় ব্যক্তিকে সম্মানিত করা হয়।

* রাজবাড়ীতে আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে, আলী হোসেন পনি স্মৃতি সংসদের ব্যাপক আয়োজনে সবাই মুগ্ধ । গোপালগঞ্জে জন্ম হলেও পিতা, মাতা রেখে রাজবাড়ীকে ভালোবেসে, গোপালগঞ্জ ছেড়ে রাজবাড়ীতে এসে অনেক অবহেলার সাথে জীবন কাটিয়েছিলেন। অনেক কিছুই ওনার হওয়া উচিত ছিল,অনেক প্রাপ্য থেকে তিনি বঞ্চিত হয়েছেন। আজ এই স্মৃতি সংসদের সভাপতি লিটন চক্রবর্তী বলেন আমাদের সবার মাধ্যমে তিনি বেঁচে থাকুন। তাঁর ব্যাপকতা ছড়িয়ে যাক চতুর্পাশে। যারা পাশে আছেন, আগামীতেও থাকবেন আশা করি। সবার প্রতি শ্রেণীমোতাবেক সালাম, শ্রদ্ধা,স্নেহ,ভালোবাসা রইল ।