
রাজু আহমেদ, রাজবাড়ী
সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ীর আয়োজনে ও আইসিডিডিআরবি এর সহযোগিতায় দুইদিন ব্যাপী “কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয় প্রশিক্ষণ কর্মসূচি” শীর্ষক প্রশিক্ষণ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারি বুধবার দুপুরে প্রশিক্ষণ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডা.কামরুন নাহার, হেড অব রিসার্চ, এমসিএইচডি,আইসিডিডিআরবি; ডা.মোহাঃ শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার, এডোলোসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম ,স্বাস্থ্য অধিদপ্তর,ঢাকা; ডা. এস. এম. এ. হান্নান ,তত্ত্বাবধায়ক, জেলা সদর হাসপাতাল, রাজবাড়ী; ডা. আফরোজা আক্তার, রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; জনাব মো: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার; ডাক্তার, অন্যান্য স্বাস্থ্যকর্মী গণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে কৈশোরকালীন বৈশ্বিক ও বাংলাদেশের পরিস্থিতি, কৈশোরকালিন পরিবর্তন, মানসিক স্বাস্থ্য ,বাল্য বিবাহ, কৈশোরকালীন পুষ্টি ও কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে কৈশোরবান্ধব এডোলোসেন্ট কর্ণার উদ্বোধন করা হয়েছে যেখানে কিশোর কিশোরীরা কৈশোরবান্ধব সকল ধরনের সেবা পাবেন।
সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।