
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আলেমদের মধ্যে এই প্রথম খেলোয়ারদের সম্মান বাড়াতে নিলাম ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করা হয়। আটটি টিম গঠন করা হয়েছিল। প্রত্যেক টিমের মালিক ৫ হাজার টাকার মধ্যে ১০ জন প্লেয়ার কিনেছিলেন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। এবং শনিবারে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ফাইনাল খেলায় দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স ও আফ্রিদি ফ্রেন্ডস একাদশ মধ্যে দুর্দান্ত খেলা হয় । খেলায় ভালো পারফরম্যান্স করে দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স দৌলতদিয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি নাসির উদ্দিন রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের উপদেষ্টা আমেরিকা প্রবাসী মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ।
মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের চেয়ারম্যান জোবায়ের হোসেন বলেন, এযাবৎ কালের গোয়ালন্দের সেরা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। আমি অনেক খুশি আমি এমন আয়োজন করতে পেরেছি।আমাকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ।