
রাজু আহমেদ, রাজবাড়ী :
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি ডুবিতে নিখোঁজ ইঞ্জিল চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পাঁচ দিন পর সোমবার (২২ জানুয়ারি) তার মরা দেহ পাওয়া গেলো। ঘটনাস্থলের আনুমানিক ১৩ কিলোমিটার দূরে ভাসছিল হুমায়ুন কবিরের মরদেহ। এরপর পরিবারের লোকজন তার মরাদেহ সনাক্ত করে।
এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়া ঘাটে কাভার ভ্যান ও পিকআপ সহ ডুবে যায় রজনীগন্ধা নামে একটি ফেরি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সে সময় ৬ জন জীবিত উদ্ধার করে সব মিলিয়ে দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করে। তখন ফেরীর সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির(৩৯) নিখোঁজ হন।
ফেরীর সেকেন্ড মাস্টারের খোঁজে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মায় সন্ধান চালান। তাছাড়া ফেরিটি উদ্ধারে হামজা রুস্তম পাশাপাশি কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এছাড়া ঝিনাই ১ মত অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ ও যুক্ত আছে এই অভিযানে।